কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা? কিভাবে দেখবেন? এ নিয়ে চিন্তায় আছেন? ভাববেন না আজ আমরা দেখাবো কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা অনলাইনে চেক করার পদ্ধতি।
কৃষকদের আর্থিক সাহায্য দিতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) চালু করেছিল। তেমনি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করেছিল। কৃষকরা এই প্রকল্পের অধীনে রবি ও খরিফ ফসল চাষের জন্য ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত পান দুটি কিস্তিতে।
এছাড়াও ৬০ বছরের মধ্যে যদি এই প্রকল্প অধীনে থাকা কৃষকরা মারা যান, তবে সেক্ষেত্রে রাজ্য সরকার সেই কৃষকের পরিবারকে এককালীন ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয়। চলতি বছর জুন মাসে খারিফ মরশুমের জন্য ৭৯ লাখ কৃষককে ২ হাজার ৪৬৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। এই প্রকল্পে মোট ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছে।
কীভাবে জানবেন কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা (How To Check Krishak Bandhu Installment)
- মোবাইল মেসেজ পদ্ধতি।
- ভোটার আইডি কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check)।
কিভাবে মোবাইল মেসেজ পদ্ধতিতে দেখবেন কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা?
কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন? (Krishak Bandhu Status Check)
- কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net/ এ প্রবেশ করুন।
- কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকদের তথ্যের অপশনে ক্লিক করুন।আপনাকে অন্য পেজে নিয়ে যাওয়া হবে।
- আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে।
- যদি Transaction Successfully লেখা দেখা যায় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে দেখতে হবে।