কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন: দেখুন কিভাবে করবেন?
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইনঃ হ্যা বন্ধুরা,কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, সেটা জানতে চেয়ে অনেকেই জিজ্ঞাসা করেছেন। তাই আজ সবার কথা ভিবেচনা করে এই পোস্টটি লেখা হল।
হা বন্ধুরা, বেশ কিছুদিন ধরে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক এর সুবিধা বন্ধ করা ছিল। বর্তমানে সে সুবিধা আবারও চালু করে দেয়া হলো কৃষকদের জন্য। কৃষকরা অনলাইন থেকে নিজেদের কৃষক বন্ধু প্রকল্পের টেটাস চেক আবারো আগের মতোই করতে পারবেন। সেটা আপনারা কোথা থেকে আর কিভাবে করতে পারবেন সেটাই আজকের এই পোস্টটিতে আমরা দেখে নেবো। অনুরোধ রাখব পোস্টটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন, তা না হলে বুঝতে অসুবিধা হতে পারে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন
আপনারা পড়ছেন eeepedia.com আপনাদের সাথে আমি আছি শরিফ। অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমরা Google-এ যাব। Google-এ যাওয়ার পর আমরা Matirkatha লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পর আমাদের কাছে কৃষক বন্ধু ডট নেট নামে একটি ওয়েবসাইটের লিংক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। আমাদের কাছে নিচে দেখানো ধরনের মতো ওয়েবসাইট ওপেন হবে।
ছবি -১: মাটির কথা ডট নেট ওয়েবসাইট |
এবার আমরা পেইজের একটু নিচের দিকে আসবো। এখানে কৃষক বন্ধু নামে একটি অপশন আমরা দেখতে পাব। সেখানে আমরা ক্লিক করে দেবো।
ছবি -২: কৃষক বন্ধু |
ক্লিক করার পর আমাদের কাছে নিচে দেখানো ধরনের একটি পেজ শো করবে।
ছবি -৩: নথিভূক্ত কৃষকের তথ্য |
এবার আমরা এখানে একটি অপশন পাব। নথিভূক্ত কৃষকের তথ্য নামে। এখানে এবার আমরা ক্লিক করে দেবো। তারপর নিচের পেইজটি ওপেন হবে।
ছবি - ৪ |