বৈদ্যুতিক ত্রুটি কি? কত প্রকার? ত্রুটির কারণসমূহ

বৈদ্যুতিক ত্রুটি
বৈদ্যুতিক ত্রুটি

বৈদ্যুতিক সার্কিটের কোন দোষ বা ত্রুটির কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হওয়াকে বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি বলে। 

পাওয়ার সিস্টেমে অধিকাংশ ফল্ট সাধারণত লাইনের শর্ট সার্কিট জনিত। হঠাৎ করে লাইনের বা কোন ইকুইপমেন্টের ক্ষয়ক্ষতি, বজ্রপাতজনিত ইনসুলেশন ফেইলুর ইত্যাদির কারণে ফল্ট সংঘটিত হয়ে থাকে। ফন্টের ফলে যন্ত্রপাতি, লাইন এবং লাইনে সংযুক্ত সাজ-সরঞ্জাম এর মারাত্মক ক্ষতি হয়ে থাকে। সিস্টেমের ফল্ট পয়েন্টের ভোল্টেজ এবং ফল্ট পর্যন্ত মোট ইম্পিড্যান্স বা রিয়াক্টেন্সের উপর ফল্ট কারেন্ট এবং পাওয়ারের মান নির্ভর করে।

বৈদ্যুতিক ত্রুটির সংজ্ঞা (Define Electrical Faults )

বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি বলতে বৈদ্যুতিক সার্কিটের কোনো খুঁত বা দোষ, যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে এবং কাঙ্ক্ষিত মানের চেয়ে অনেক বেশি মানের কারেন্ট প্রবাহিত হওয়াকে বুঝায়। 

অথবা, যখন দুই বা ততোধিক পরিবাহী স্বাভাবিক ভোল্টেজ পার্থক্যে কাজ করার সময় যদি একত্রে সংস্পর্শে আসে, তখন ফন্ট সংঘটিত হয়েছে বলা হয়।

বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে বিভিন্ন প্রকার ত্রুটিগুলো

বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে যে সকল ত্রুটি সংঘটিত হয়, তাদের মধ্যে শর্ট সার্কিট ত্রুটিই অন্যতম। শর্ট সার্কিট ফল্ট প্রধানত দুই প্রকার, যথা-

১। সিমেট্রিক্যাল ফল্ট (Symmetrical Fault)

২। আনসিমেট্রিক্যাল ফল্ট (Unsymmetrical Fault)। 

সিমেট্রিক্যাল ফল্ট কি? (What is symmetrical fault bangla)

সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয় এবং প্রতি ফেজেই ফল্ট কারেন্টের মধ্যে কৌণিক দূরত্ব (Phase Displacement) 120° হয়ে থাকে, সে ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলে। 

প্রতি ফেজের ফল্ট কারেন্ট জানার জন্য যেকোনো একটি ফেজের ফল্ট কারেন্ট বের করলেই চলে।

 উদাহরণস্বরূপ, 

(i) তিনটি ফেজ একত্রে শর্ট সার্কিট হওয়া (L-L-L) এবং

(ii) তিন ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট হওয় (L-L-L-G)

এ দুই প্রকার ফল্ট সিমেট্রিক্যাল ফন্ট। পাওয়ার সিস্টেমে Symmetrical ফল্ট গুলো Most Severe ফল্ট।

আনসিমেট্রিক্যাল ফন্ট কি? ( What is Unsymmetrical Fault Bangla)

সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত না হয়ে অসম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়।অথবা যে ফল্টের কারণে অসম ফল্ট কারেন্ট অসম কৌণিক দূরত্বে প্রবাহিত হয়। তাকে আনসিমেট্রিক্যাল ফল্ট বলে। 

আনসিমেট্রিক্যাল ফল্ট নিম্নরূপ : 

১। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট (L-G)

২। লাইন টু লাইন ফল্ট (L-L)

৩। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট (L-L-G)

বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণসমূহ

ফল্টের কারণগুলো নিম্নরূপঃ

১। ইনসুলেশন ফেইলুর 

২। লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি

৩। লাইটনিং সার্জ

৪। ভোল্টেজ ড্রপ

৫। আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন ইত্যাদি।

নিম্নে ফন্টের কারণগুলোর বর্ণনা করা হলো-

১। ইনসুলেশন ফেইলুর ফল্ট কি?

সুইচিং সার্জ (Switching Surge) বা বজ্রপাতজনিত (Lightning Stroke) কারণে উচ্চমাত্রার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ উৎপন্ন হয়। এই উচ্চ মাত্রার ভোল্টেজ সিস্টেমের যন্ত্রপাতি ও লাইনের ইনসুলেশন দুর্বল করে দেয়। তাছাড়া ওভারহেড লাইনের ইনসুলেটরের ইনসুলেশন মাত্রারিক্ত গরম বা মাত্রাতিরিক্ত ঠাণ্ডাজনিত পীড়ন এবং মচকানোর জন্য নষ্ট হয়ে যায়। এসব কারণে কোন বৈদ্যুতিক সিস্টেমে পূর্বনির্ধারিত ইনসুলেশন শক্তির অবক্ষয় ঘটে এবং এক সময় শর্ট সার্কিটের মত মারাত্মক দূর্ঘটনা ঘটে। যাকে ইনসুলেশন ফেইলুর ফল্ট বলে।

২। লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি

উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ঝড়ো হাওয়ার দরুন ছিড়ে গিয়ে বা গাছপালা পড়ে কন্ডাকটর এবং আর্থের মধ্যে অথবা কন্ডাক্টরগুলোর মধ্যে শর্ট সার্কিট হতে পারে।

৩। লাইটনিং সার্জ

বজ্ৰ বিদ্যুৎপূর্ণ ঝড়-বৃষ্টিতে ট্রান্সমিশন লাইনে বজ্র পড়লে লাইনের ভোল্টেজ হঠাৎ বৃদ্ধি পায়, ফলে সিস্টেমে সংযুক্ত ইকুইপমেন্ট নষ্ট হতে পারে ।

৪। ভোল্টেজ ড্রপ

অনাকাঙ্ক্ষিতভাবে ফিডার, বাসবার ও লাইনে ভোল্টেজ ড্রপ হলে তা সিস্টেমের জন্য ক্ষতিকর হয়।

৫। আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন

অল্টারনেটরে আর্থ ফল্ট বা ইন্টার-টার্ন ফল্টের দরুণ অথবা হঠাৎ লোডের ব্যাপক পরিবর্তনে এ ধরনের ত্রুটি হতে পারে। ফন্ট কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্টের মান জানা থাকলে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়।

(ক) অতি সহজে সঠিক রেটিং বিশিষ্ট সার্কিট ব্রেকার নির্বাচন করা যায়।

(খ) প্রটেক্টিভ রিলের আকার এবং ক্ষমতা নির্ধারণ করা যায় ।

(গ) বিদ্যুৎ সীমিতকরণ রিয়াক্টরের রিয়াক্টান্সের মান নিরূপন করা যায়।

বিভিন্ন প্রকার শর্ট সার্কিটের ধরন

বৈদ্যুতিক সিস্টেমে সচরাচর যে সকল শর্ট সার্কিট সংঘটিত হয়, তাদের নাম ও চিত্র দেওয়া হলো।

১। তিন ফেজের যেকোনো এক ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট (Between single phase and earth)

তিন ফেজের যেকোনো এক ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট

২। তিন ফেজের যেকোনো দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট (Between phase and Phase)

তিন ফেজের যেকোনো দুই ফেজের মধ্যে শর্ট সার্কিট 

৩। যেকোনো দুই ফেজ ও আর্থের মধ্যে শর্ট সার্কিট (Between two phases and earth)

দুই ফেজ ও আর্থের মধ্যে শর্ট সার্কিট

৪। দুই ফেজ একত্রে শর্ট এবং একই সাথে তৃতীয় ফেজটি আর্থ (Between two phases and at the same time there may be a fault between third phase and earth) :

দুই ফেজ একত্রে শর্ট এবং একই সাথে তৃতীয় ফেজটি আর্থ

৫। তিনটি ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট (Between all the three phases and ground)

তিনটি ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট

এদের মধ্যে প্রথম চারটি (১, ২, ৩, ৪) ফল্টকে আনসিমেট্রিক্যাল ফল্ট এবং পরের দুটি (৫, ৬) ফল্টকে সিমেট্রিক্যাল ফন্ট বলে।

Post a Comment

Previous Post Next Post