অর্থনৈতিক উন্নয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার বিবর্তনিক ধারা আছে। তাই একে একটি ঐতিহাসিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়টির উপর গবেষণা ও আলোচনা অনেক বিশেষজ্ঞ করেছেন। তাঁদের মধ্যে অধ্যাপক রস্টোর (Professor Rostour)-এর নাম উল্লেখযোগ্য। তাঁর প্রবর্তিত পর্যায়ক্রমিক তত্ত্বটি বহুল আলোচিত ও বিতর্কিত। রস্টোর তত্ত্ব অনুযায়ী একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনুন্নত অবস্থা হতে উন্নত পর্যায়ে আসতে অনেক সময় লাগে। এ সময়কালে অনুন্নত হতে উন্নত অবস্থায় পৌঁছানোর স্তরকে কতিপয় স্তর বা পর্যায়ে বিভক্ত করা হয়।
![]() |
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত |
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো
- অবকাঠামো উন্নয়ন
- দক্ষ জনশক্তি
- দক্ষ উদ্যোক্তা তৈরি
- মূলধন বা পুঁজি গঠন
- রাজনৈতিক স্থিতিশীলতা
- কারিগরি ও প্রায়োগিক শিক্ষা
- উন্নত প্রযুক্তি
- উন্নত যোগাযোগ ব্যবস্থা
- ব্যাপক শিক্ষা বিস্তার
- আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা
- জনসংখ্যা নিয়ন্ত্রণ
- প্রতিযোগিতামূলক বাজার
- প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি।
আরও পড়ুনঃ
Tags:
ব্যবসা