Advertisement

অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কি কি

অর্থনৈতিক উন্নয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এ প্রক্রিয়ার বিবর্তনিক ধারা আছে। তাই একে একটি ঐতিহাসিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়টির উপর গবেষণা ও আলোচনা অনেক বিশেষজ্ঞ করেছেন। তাঁদের মধ্যে অধ্যাপক রস্টোর (Professor Rostour)-এর নাম উল্লেখযোগ্য। তাঁর প্রবর্তিত পর্যায়ক্রমিক তত্ত্বটি বহুল আলোচিত ও বিতর্কিত। রস্টোর তত্ত্ব অনুযায়ী একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনুন্নত অবস্থা হতে উন্নত পর্যায়ে আসতে অনেক সময় লাগে। এ সময়কালে অনুন্নত হতে উন্নত অবস্থায় পৌঁছানোর স্তরকে কতিপয় স্তর বা পর্যায়ে বিভক্ত করা হয়।

অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত

অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো

  1. অবকাঠামো উন্নয়ন
  2. দক্ষ জনশক্তি
  3. দক্ষ উদ্যোক্তা তৈরি
  4. মূলধন বা পুঁজি গঠন
  5. রাজনৈতিক স্থিতিশীলতা
  6. কারিগরি ও প্রায়োগিক শিক্ষা
  7. উন্নত প্রযুক্তি
  8. উন্নত যোগাযোগ ব্যবস্থা
  9. ব্যাপক শিক্ষা বিস্তার
  10. আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা
  11. জনসংখ্যা নিয়ন্ত্রণ
  12. প্রতিযোগিতামূলক বাজার
  13. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি।
আরও পড়ুনঃ 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url