ট্রান্সডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য কী?

 

ট্রান্সডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য
ট্রান্সডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য

ট্রান্সডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য কী? তা জানার আগে আমাদের জানতে হবে ট্রান্সডিউসার কী? এবং সেন্সর কী?

সেন্সর কী?

সেন্সর হলো একটি ডিভাইস, যা ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে ইনপুট ধরনের কোনো বস্তুকে সাড়া দেয়। নির্দিষ্ট ইনপুট- হিসেবে যেমন— আলো (Light), তাপ (Heat), গতি (Motion), আর্দ্রতা (Moisture), চাপ (Pressure) অথবা অন্য কোনো পরিবেশগত ব্যাপারও হতে পারে।

ট্রান্সডিউসার কী?

ট্রান্সডিউসার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র (Device), যা শক্তিকে এক অবস্থান হতে অন্য অবস্থানে রূপান্তরিত করে। যেমন- মাইক্রোফোন, লাউডস্পিকার, থার্মোমিটার, প্রেসার সেন্সর, অ্যান্টেনা ইত্যাদি।

সেন্সর এবং ট্রান্সডিউসার এর মধ্যে উল্ল্যেখযোগ্য পাথর্কগুলো তুলনামুলক আলোচনা কর।


সেন্সর ট্রান্সডিউসার
(i) এটি শুধুমাত্র কোনো বস্তুর ইনপুটকে শনাক্ত করতে পারে। (i) এটি একপ্রকারের শক্তিকে অন্য প্রকারে রূপান্তরিত করে।
(ii) সেন্সর কন্ট্রোল সিস্টেমের ইনপুটে ব্যবহৃত একটি সেন্সিং এলিমেন্ট। (ii) ট্রান্সডিউসার ইনস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল, সিস্টেমে ইনপুট ও আউটপুটে ব্যবহৃত হয় ।
(iii) সেন্সরের আকার সাধারণত ছোট হয়ে থাকে এবং কম এনার্জি বহন করে। (iii) ট্রান্সডিউসারের আকার ছোট বা বড় হয়ে থাকে এবং বেশি এনার্জি বহন করে।
(iv) কোনো আকৃতির পরিবর্তন ঘটায় না। (iv) আকৃতির পরিবর্তন ঘটায়।
(v) এটি প্রাথমিক উপাদান (Primary element). (v) এটি সেকেন্ডারি ডিভাইস।
(vi) সেন্সরের সবসময় ইলেকট্রিক আউটপুট হয়। (vi)) ট্রান্সডিউসারের সবসময় ইলেকট্রিকাল আউটপুট হয় না।
(vii) সকল সেন্সর ট্রান্সডিউসার হিসেবে পরিচিত। (vii) সকল ট্রান্সডিউসার সেন্সর নয়।
(viii) Examples Proximity sensor, light sensor, Barometer etc. (viii) Examples: Microphones. loudspeakers. thermometers, antenna etc.


ট্রান্সডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য কী? তা আজ আমরা জানলাম।

আরও পড়ুন >>>

Post a Comment

Previous Post Next Post